দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই দল মাদক চোরাকারবারির মধ্যে গোলাগুলির ঘটনায় আইয়ুব আলী (৫৬) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাটরামপুর বাজারের কাছে একটি শালবাগানে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী সেতাবগঞ্জ পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের রেল কলোনি মহল্লার বাসিন্দা। পুলিশের দাবি, আইয়ুব একজন মাদক ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার বন্দুক, দুটি গুলি, দুটি তাজা ককটেল, দুটি হাঁসুয়া ও ২০০টি ইয়াবা উদ্ধার করে।
দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফেরদৌস আলম দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে বলেন, মাদক চোরাচালান রোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে একদল পুলিশ গতকাল রাতে শালবাগান এলাকায় যান। রাত আনুমানিক একটার দিকে তাঁরা শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ শুনতে পান। গোয়েন্দা পুলিশের সদস্যরা ৬টি ফাঁকা গুলি করেন। এতে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। পরিস্থিতি শান্ত হলে রাত দেড়টার দিকে পুলিশ শালবাগানের ভেতর ঢোকে। এ সময় বাগানের ভেতর থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) বলেন, নিহত আইয়ুব আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ৫০টির বেশি মামলা আছে।