মাগুরার মহম্মদপুরে আলোচিত অধ্যক্ষ আবদুর রউফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহম্মদপুর থানা-পুলিশ। শুক্রবার রাতে ঝিনাইদহ থেকে আটককৃত আজাদ ও মিটুল আবদুর রউফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের পায়রা চত্বরে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এই মামলার আসামি বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পান্নু মোল্লাসহ অন্যদের গ্রেপ্তার করতে তৎপর পুলিশ।
২১ মার্চ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শ্রীপুর উপজেলার কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রউফ। তাঁর বাড়ি মহম্মদপুর উপজেলার ঘোষপাড়া গ্রামে। মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা করে নিহত ব্যক্তির পরিবার।
আবদুর রউফ হত্যার বিচার দাবিতে কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার শিক্ষক সমাজ।