কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের পতিত জায়গায় করা গাঁজার বাগান ধ্বংস করছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সেখানে ভেড়ামারার ইউএনও সোহেল মারুফের নেতৃত্বে অভিযান চলছে।
সকাল পৌনে আটটায় ইউএনও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভেড়ামারার লালন শাহ সেতু থেকে তিন শ মিটার দূরে রেলওয়ের আওতাধীন পতিত মাঠে গাঁজার চাষ করা হয়েছে। সেখানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত তিন কাঠা জমিতে বড় বড় গাঁজার গাছ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে রেলওয়ের পতিত জমিতে গাঁজার চাষ করে আসছে। সকাল সাড়ে সাতটা থেকে অভিযান শুরু হয়েছে। অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ইউএনও আরও বলেন, ‘আমি আমার চাকরি জীবনে এত বড় পরিসরে গাঁজার চাষ করা দেখিনি।’