পুরান ঢাকার বংশালে একজন রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলতান আহমেদ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়, একজন সংবাদকর্মী রিকশাচালককে মারধরের ওই ভিডিও তাঁদের কাছে পাঠান। ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লি এক রিকশাওয়ালাকে সজোরে থাপ্পড় মারছেন। তাঁর নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।
ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। সেখানে রিকশাচালককে মারধরের পাশাপাশি ওই ব্যক্তিকে গালিগালাজ করতে শোনা যায়।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং জানিয়েছে, ভিডিওটি পাওয়ার পর তারা বংশাল থানার ওসিকে নির্যাতনকারী ব্যক্তিকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। এরপর ওসি মো. শাহীন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ব্যক্তিকে খুঁজে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সুলতান আহমেদ বংশালের ওই এলাকার একজন বাড়িওয়ালা। তিনি এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত।