যশোরের বেনাপোলে এক ব্যক্তির ব্যাগ থেকে ৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ লাখ টাকা। আজ বুধবার বিকেলে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ডলারগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। তাঁর নাম মো. সজীব (২৮)।
বিজিবি সূত্র জানায়, আজ বিকেলে সজীব বেনাপোল বাজারের সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এরপর তাঁর ব্যাগে তল্লাশি চালান। এ সময় তাঁর ব্যাগের নিচের অংশে বিছানো অবস্থায় ডলারগুলো পাওয়া যায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, আটক মো. সজীবের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা ডলার থানায় জমা দেওয়া হয়েছে।