ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১০ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানটি বোর্ডিং ব্রিজ-১০–এ অবস্থান করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানের বাংলাদেশের একটি ফ্লাইট বিজি ৪০৪৮ দুবাই থেকে বিকেল ৪টা ২৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের একটি দল উড়োজাহাজের ভেতর তল্লাশি চালিয়ে অনেকগুলো সোনার বার উদ্ধার করে। তল্লাশিকাজ এখনো চলমান।
সূত্র জানিয়েছে, বিমানের ওই ফ্লাইটে ১১৬ গ্রাম ওজনের ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ১৩ কেজি ৯২০ গ্রাম।