ফেসবুকে ‘উসকানিমূলক পোস্ট দেওয়ায়’ মানিকগঞ্জে একজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তার মো. শামীম (২৭) আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্য বলে এটিইউর পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার মানিকগঞ্জের শিবালয় থানার শিমুলিয়া এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে বলেন, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী প্রচারণার সঙ্গে জড়িত ছিলেন শামীম। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণা চালিয়ে সদস্য সংগ্রহের কাজ করতেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, যাঁরা তাঁর পোস্ট দেখে আগ্রহ দেখাতেন, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তিনি।

এটিইউ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শামীমের কাছ থেকে একটি মুঠোফোন ও ছয়টি উগ্রপন্থী বই জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শামীম মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তরের ছাত্র।