পূজামণ্ডপের সামনে ভুয়া সেনাসদস্য আটক

রাজধানীর মিরপুরের একটি পূজামণ্ডপের সামনে থেকে গতকাল মঙ্গলবার রাতে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক ওই ব্যক্তির নাম জামান (২৩)। তবে তাঁর সঙ্গে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
র্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর শফিউল আজম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে মিরপুর কমার্স কলেজের পেছনে একটি পূজামণ্ডপের সামনে সামরিক পোশাক পরে একা ঘোরাফেরা করছিলেন জামান। চলাফেরায় সন্দেহ হলে ওই যুবককে চ্যালেঞ্জ করা হয়। তাঁর পরিচয়পত্রটি ছিল নকল।