অবৈধ অস্ত্র উদ্ধারে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। গত সপ্তাহে সারা দেশে অভিযান চালিয়ে ৪৫টি আগ্নেয়াস্ত্র, ৫২৫টি দেশি অস্ত্র ও ৫৭টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকায় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সারা দেশে পুলিশের চালানো অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ৫ কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১১ লাখ ২৫ হাজার ৩২৮টি ইয়াবা বড়ি, ৮ হাজার ৮৩২ ফেনসিডিল বোতল, ১ হাজার ৫৯০ লিটার বিদেশি মদ, ১০ হাজার ৫১ লিটার দেশি মদ ও প্রায় দেড় হাজার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৯৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সারা দেশে অভিযান চালিয়ে ৩ হাজার ১৪০টি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৬টি চোরাই মোটরসাইকেল। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় ৯৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।
১৫ নভেম্বর প্রথম আলোতে ‘সীমান্ত দিয়ে অস্ত্র আসে সহজেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। এরপর দিনই দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ।