বরগুনা শহরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছয়টি বাড়িতে চুরি হয়েছে। এর মধ্যে গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের বাড়িতেও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, চুরি হওয়া বাড়িগুলোতে কোনো লোক না থাকার সুযোগে বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুটে নেয় এবং মালামাল তছনছ করে। তাঁদের অভিযোগ, বরগুনা শহরে দীর্ঘদিন ধরে এই চোর চক্রটি সক্রিয়। গত ঈদেও একই ধরনের চুরির ঘটনা ঘটে শহরের বিভিন্ন এলাকায়।
বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা শহরের ৪ নম্বর, ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে এসব বাড়ির লোকজন গ্রামের বাড়িতে চলে যাওয়ার সুযোগে চোর চক্র হানা দেয়ে এসব বাড়িতে। বরগুনা শহরের ৪ নম্বর ওয়ার্ডে ডিকেপি সড়কের ডাক্তারবাড়ি সড়কের কলেজ শিক্ষক নেছার আহমেদ, পুলিশের এএসআই কামাল হোসেন (পটুয়াখালীর বাউফল থানায় কর্মরত), একই এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম দুই ভাড়াটের বাড়িতে চুরি হয়। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোডের মৃত লুৎফর রহমানের বাড়ি, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের বাড়িতে একই রাতে চুরির ঘটনা ঘটে।