মেহেরপুরের গাংনীতে নিখোঁজের চার মাস পর নার্গিস আক্তার (৪৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নার্গিস সাহেবনগর গ্রামের মৃত আবদুল লতিফের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টায় সাহেবনগর গ্রামের আবুল বাশারের সেফটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বলেন, গত বছরের ৫ আগস্ট নার্গিস আক্তার নিখোঁজ হন। তাঁর মেয়ে তাসলিমা খাতুন সেপ্টেম্বর মাসে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় একটি অপহরণ মামলা করেন। পরে এ মামলায় সন্দেহভাজন আবুল বাশার ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা মেহেরপুর জেলা কারাগারে আছেন। অপহরণ মামলার আরেক সন্দেহভাজন ফরজ আলীকে গতকাল বিকেলে সাহেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফরজ আলীর দেওয়া তথ্য অনুযায়ী লাশের সন্ধান মেলে। প্রতিবেশী বাশার আলীর সেফটিক ট্যাংকে নার্গিস আক্তারের লাশ রয়েছে বলে জানা যায়। লাশটি উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।