ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের একাদশ, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এতে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ সরকারীকরণ, শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক কমানোসহ বিভিন্ন দাবি জানান। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন, পৌর মেয়র খলিলুর রহমান মোল্লা, অধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ।