সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীতে পাওয়া গেছে পায়ে শিকল বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাঘা রুস্তমপুর এলাকার সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স ৫০ বছর। তাঁর এক পায়ে দেড় থেকে দুই হাত লম্বা শিকল বাঁধা ও শিকলে দুটি তালা ঝোলানো ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি শনাক্তের চেষ্টা চলছে। লাশের পায়ে শিকল বাঁধা দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তারপরও ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। মৃতদেহটি দুই-তিন দিনের পুরোনো হতে পারে। পানিতে থাকায় লাশটি ফুলে গেছে।