ঢাকা জেলার ধামরাই উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে ফরিদ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি বাশনা গ্রামে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, নিহত ফরিদ আলম পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ধামরাই থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফরিদ। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর ওপর হামলা হতে পারে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।