মেহেরপুর সদরের নতুন দরবেশপুর গ্রামের শোলমারী বিলে রোকনুজ্জামান (৩৬) ও হাসান আলী (৪২) নামের চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁরা মৎস্যখামারি ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও পরিবার বলছে, রোকন ও হাসান দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে শোলমারী বিলটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। মাঝেমধ্যে মাছ চুরি হয় বলে তাঁরা বিলে পাহারা দিতেন। গত রাতেও তাঁরা পাহারায় ছিলেন। রাত ১১টায় তাঁদের দুজনের লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন রোকনের বাড়িতে খবর দেন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।
মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী বলেন, দুর্বৃত্তদের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের হত্যা করেছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। দ্রুত অপরাধীদের আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।