দুই দল ডাকাতের 'বন্দুকযুদ্ধ', নিহত ১

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

কুষ্টিয়ার সদর উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোল্লা তেঘরিয়া ক্যানেলপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাতকাটা ঠান্ডু (৪৫)। তাঁর বাড়ি সদর উপজেলার আলামপুর গ্রামে। পুলিশ বলছে, খোকন আলী সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গতকাল রাত একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে। এরপর পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গেও ডাকাতদের গোলাগুলি হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে সেখানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। তাঁদের কুষ্টিয়া জেলা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।