রাজধানীর তুরাগে দিয়াবাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১–এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আলম ওরফে গাঁজা আলম (৪৫)। বাড়ি দিয়াবাড়ি এলাকায়।
কামরুজ্জামান বলেন, দিয়াবাড়ি এলাকায় চার-পাঁচজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছে—গোপন সূত্রে এ খবর পেয়ে রাত দুইটার পর সেখানে র্যাব-১–এর একটি টহল দল যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকার লোকজন নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী আলম বলে শনাক্ত করেন। তিনি বলেন, আলমের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।