রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের সঙ্গে দুর্বৃত্তদের ‘গুলিবিনিময়ে’এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব বলছে, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।
আজ বুধবার ভোররাতের দিকে র্যাব-২-এর একটি টহল দলের সঙ্গে দুর্বৃত্তদের এই ‘গুলিবিনিময়ের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-২ বলছে, নিহত ব্যক্তির নাম নাদিম বাহাদুর (৩৮)। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল আরেফিনের ভাষ্য, তাদের একটি দল টহল দিচ্ছিল। ভোররাত ৪টা ২০ মিনিটে শিকদার মেডিকেল কলেজের সামনের সড়কে দুই দুর্বৃত্তের সঙ্গে র্যাবের টহলদলটির গুলিবিনিময় হয়। এতে এক দুর্বৃত্ত নিহত হয়। অপরজন পালিয়ে যায়। পরে নিহত ব্যক্তির পরিচয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।