রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে ভুয়া পরিচয়ে ডাকাতির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়ারলেস সেট, হাতকড়া ও পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় মজুমদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তার করা ছয়জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের বিভিন্ন ভুয়া সরঞ্জাম পাওয়া গেছে। ছয়জনকে তুরাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।