কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স ২৫ থেকে ৩০ বছর।
পুলিশের ভাষ্যমতে, তারা ধারণা করছেন, মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রোহিঙ্গা মাদক কারবারি হতে পারেন। ঘটনাস্থল থেকে চার হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া–সংলগ্ন টেকনাফ–কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় জেলেরা টেকনাফ–কক্সবাজার মেরিন ড্রাইভ–সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তাঁর পাশে একটি প্যাকেটের ভেতর চার হাজার ইয়াবা পাওয়া যায়।
ওসি জানান, স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে দেখে শনাক্ত করতে পারেননি। তাঁর পরিচয় ও আসল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।