টাঙ্গাইলে ট্রাক ভর্তি শাল-গজারি গাছসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগের কর্মকর্তারা। আজ বুধবার ভোরে সদর উপজেলার করটিয়া ফরিয়া সিনেমা হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাক থেকে ১৫০টি শাল গজারি গাছ জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঢনঢনিয়া গ্রামের রিপন (৫০), বেতুয়া গ্রামের আব্দুল হামিদ (৫০), কচুয়া গ্রামের জুলহাস খান (৪৫), সিরাজ (২৮), শফিকুল (২৫), বাসাইল উপজেলার ফুলকি গ্রামের দীপক দাস (৩০) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েত নগর গ্রামের অহিদুল ইসলাম (৩৮)।
এ বিষয়ে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, এক সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই কাঠ পাচারকারী। এই ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।