র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৩১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছেন। এ সময় মাদকদ্রব্য ও মাদকসেবনের উপকরণও জব্দ করা হয়।
গতকাল রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের বাড়ি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায়।
অভিযানের তথ্য জানিয়ে গতকাল রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে গণমাধ্যমকর্মীদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩১ জন মাদকসেবীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদকদ্রব্য ও মাদকসেবনের উপকরণ।
র্যাব জানায়, আটকের পর ৩১ ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।