ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ রোববার শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। সাদ্দাম খান (৩০) নামের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় সাদ্দাম খান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকারে তার বন্ধুরা এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে সাদ্দামকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।