ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে মঙ্গলবার ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা মো. হিরণ (৩৫) ও মো. আকাশ (৩৮)। এ ছাড়া গণপিটুনিতে আহত হয়েছেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার খোকন খন্দকার (৩৬)। তিনি পুলিশের প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যাত্রীবেশী চার ছিনতাইকারী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় যাওয়ার কথা বলে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়ায় নেন। ইজিবাইকটি কাচারির টেক এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা সক্রিয় হন। তাঁরা ইজিবাইকচালক ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা কাওসার মণ্ডলের (২০) গলায় ছুরি মারেন। এরপর তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতে থাকেন। তখন আহত কাওসার চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। তাঁরা ইজিবাইকসহ তিন ছিনতাইকারীকে ধরে ফেলেন। তাঁদের গণপিটুনি শেষে পুলিশকে দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহত অবস্থায় ইজিবাইক চালক কাওসার ও সন্দেহভাজন তিন ছিনতাইকারী হিরণ, আকাশ ও খোকনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হিরণ ও আকাশকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর খোকন বর্তমানে পুলিশের পাহারায় চিকিৎসাধীন।

আহত ইজিবাইক চালক কাওসারও হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।