কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে মঙ্গলবার বিকেলে ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এগুলো দুই বছর আগের ভিডিও ও ছবি। গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় এগুলো ভাইরাল করার চেষ্টা হয়েছিল। তখন যাঁর কাছে ছবি ও ভিডিও ছিল, তাঁকে অনুরোধ করে ঠেকানো হয়। এখন কেন এটি দিল বুঝতে পারছি না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। আমি এখন আর এসবের (ইয়াবা সেবন) সঙ্গে নেই। সংশোধন হয়ে জনগণের জন্য কাজ করছি। তিতাসে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রতিপক্ষ এই কাজ করেছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের এক নেতা তাঁর ফেসবুক আইডিতে ছাত্রলীগের নেতা ফরহাদ হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও ও ছবি আপলোড করেন। এতে ফরহাদকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে। এ নিয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি এবং দেখেছি। এ নিয়ে মন্ত্রণালয় তদন্ত করবে।’