চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে দুই পক্ষের মধ্যে মারামারিতে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। উদ্ধার করা হয় রড ও ব্যাট। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যক্তিরা হলেন মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফজলে রাব্বি (১৭), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্লাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮) ও বাপ্পারাজ তালুকদার।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউটে কয়েকজন সিনিয়রকে পঞ্চম পর্বের কয়েকজন জুনিয়র সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে কুমিল্লা ও নোয়াখালী—দুভাগে ভাগ হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ রাতেই ইনস্টিটিউটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাতে অভিযান চালিয়ে রড ও ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে। আটক করা হয় ১০ জনকে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।