চট্টগ্রামে বাসা থেকে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মা, মেয়ে ও ছেলে। তাঁদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে।

পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়।