বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরে ঢুকে হাত-পা বেঁধে শ্বাসরোধে যুবককে হত্যা করে মুঠোফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার আতাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম শিপন হোসেন (৩৫)। তিনি আতাইল গ্রামের দিলবর হোসেনের ছেলে। তাঁর ফুপু আম্বিয়া বেগম (৪০) একই গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে আম্বিয়ার বাড়িতে থাকতেন শিপন। তিনি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।
আম্বিয়া বেগমের ভাষ্য, শুক্রবার রাত নয়টার দিকে ভাতিজা শিপন আর তিনি একটি কক্ষে টেলিভিশন দেখছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাঁর ও শিপনের হাত-পা-মুখ বেঁধে ফেলেন। শিপনের সঙ্গে তাঁদের ব্যাপক ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁকে (আম্বিয়াকে) অন্য জায়গায় ফেলে রেখে তাঁরা শিপনকে শ্বাসরোধ করে হত্যা করে মুঠোফোন নিয়ে গেছে।
এ ঘটনার পরপরই বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সব মিলিয়ে বিষয়টি এখন পর্যন্ত রহস্যজনক মনে হচ্ছে। আম্বিয়াকে জিজ্ঞাসাবাদ ছাড়াও পুলিশের তদন্ত চলছে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন প্রথম আলোকে বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।