সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এক ব্যক্তিগত গাড়ির চালককে চাপা দিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানচালক। এতে ঘটনাস্থলেই ওই গাড়িচালকের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে কাভার্ড ভ্যান বের করছিলেন চালক। এ সময় একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ব্যক্তিগত গাড়ির চালক কাভার্ড ভ্যানটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু কাভার্ড ভ্যানের চালক গাড়ি না থামিয়ে ব্যক্তিগত গাড়ির চালকের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মারা যান ওই চালক। প্রাথমিকভাবে ব্যক্তিগত গাড়ি চালকের নাম রনি (৩৫) বলে জানা গেছে। গাড়িসহ চালক পালিয়ে গেছেন।