মেহেরপুরের গাংনী উপজেলায় দেশীয় একটি অস্ত্র, দুটি গুলি ও গানপাউডারসহ একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা মাঠ এলাকা থেকে আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবদুর রহমান (৪২)। তিনি গাংনীর রংমহল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, আবদুর রহমান তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রহমানকে অস্ত্র, গুলি ও গানপাউডারসহ আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করার হবে।