খাটের নিচে নকল ওষুধ!

রাজধানীর বাবুবাজারের একটি বাড়িতে র‍্যাব ১০-এর অভিযান। একটি সাধারণ বাসা যেমন হয় তেমনই—সাজানো–গোছানো। র‍্যাবের কাছে তথ্য ছিল, এই বাড়িতে মজুত করা হয়েছে নকল ওষুধ। খাটের তোশক ওঠাতে বেরিয়ে এল অ্যাজমা ও হৃদ্‌রোগের নানা ওষুধ। কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের লোকজন পরীক্ষা করে জানান, সবই নকল। দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়কে এসব নকল ওষুধ বিক্রি করে একটি চক্র। আজ বৃহস্পতিবার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান হয়। মোট সাতটি নকল ওষুধের বিক্রয়কেন্দ্র সিলগালা করে এবং নকল ওষুধ বিক্রির দায়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শাকিল মাহমুদ নামের এক অসাধু ব্যবসায়ীর ঘরের খাটের নিচে মিলল নকল ওষুধ।
শাকিল মাহমুদ নামের এক অসাধু ব্যবসায়ীর ঘরের খাটের নিচে মিলল নকল ওষুধ।
শাকিল মাহমুদের হাতে হাতকড়া পরাচ্ছেন এক র‍্যাব সদস্য।
মালিক পালিয়ে যাওয়ায় নকল ওষুধের দোকানের তালা ভাঙা হচ্ছে।
তালা ভাঙার পর দোকানে পাওয়া গেল বিপুল পরিমাণ নকল ওষুধ।
নকল ওষুধ শনাক্ত করছে র‍্যাবের দল।
নকল পরীক্ষা-নিরীক্ষা করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক বিশেষজ্ঞ।