কিশোরগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ব্যবসা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার শহরের মহিনন্দ উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম গোলাম মেহেদি (১৭)। সে গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও শহরের উকিলপাড়ার বাসিন্দা। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুয়া প্রশ্নপত্র ব্যবসা চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তাঁরা একটি ভুয়া প্রশ্নপত্র ব্যবসা চক্রের সন্ধান পেয়েছেন। এর সূত্র ধরে আজ মেহেদিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে সিমসহ একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এম শোভন খান আরও বলেন, এ ব্যাপারে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) রমজান বড়ুয়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর অধীনে মামলা করেছেন। মূলত ওই মামলায় মেহেদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।