ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে আটক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে নিয়ে লালমাটিয়ার কার্যালয় ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। আজ শুক্রবার বিকেল থেকে র্যাব এই অভিযান শুরু করে।
র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোরে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে হারিবুর রহমানকে আটক করে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, হাবিবুর রহমান দেশ থেকে পালিয়ে ভারত যাচ্ছিলেন। পালানোর সময় তাঁকে আটক করা হয়। আটকের পর হাবিবুর রহমানকে ঢাকা আনা হয়। ঢাকায় আনার পরপরই তাঁকে নিয়ে অভিযান শুরু করা হয়েছে।
এদিকে কাউন্সিলর হাবিবুরের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালানোর সময় বিকেল সোয়া পাঁচটার দিকে অর্ধশতাধিক ব্যক্তি তাঁর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা— প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি ও সাবেক ফ্রিডম পার্টির নেতা, মাদক সম্রাট হাবিবুর রহমান পাগলা মিজানের ফাঁসি চাই।
আরও পড়ুন...