রাজধানীর কদমতলীতে বাড়িতে ঢুকে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টা থেকে গতকাল ভোর পাঁচটার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে কদমতলী থানার পুলিশ।
ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৩ ও ১৫ বছর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা তিনজন হলেন সোহেল ব্যাপারী (৩৮), রানা ব্যাপারী (৩২) ও আক্তার আলী (৩৮)।
ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক বলেন, ১৫ বছর বয়সী কিশোরীর মা–বাবা তাদের বাসায় রেখে অন্য কোথাও গিয়েছিলেন। বাসা ফাঁকা থাকায় ওই কিশোরীর বাসায় বেড়াতে আসেন ১৩ বছর বয়সী অপর কিশোরী। শনিবার রাতে ওই তিন ব্যক্তি কিশোরীর বাসায় ঢুকে দুই কিশোরীকে হাত-পা-মুখ বেঁধে ধর্ষণ করেন। গতকাল দুই কিশোরী কদমতলী থানায় মামলা করার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এসআই জানান, আসামিদের আজ সোমবার আদালতে হাজির করা হবে।