উত্তরা থেকে একাধিক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

অস্ত্রের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শামীম মৃধা (৩০) নামে এক ব্যক্তিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার শামীম মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গ্রেপ্তার শামীম একাধিক ধর্ষণের ঘটনায় জড়িত। তাঁর নামে ধর্ষণের একাধিক মামলা আছে। স্কুলছাত্রীকে ধর্ষণের পর তিনি পালিয়ে ঢাকায় আসেন। এ নিয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া থানা-পুলিশ জানিয়েছে, গত ১১ জুন বিকেল তিনটায় ভান্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় শামীম মৃধা অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই মেয়ে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের ধর্ষণের ঘটনা জানান।

ভান্ডারিয়া থানা-পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের শিকার মেয়েটির বাবা পেশায় জেলে। তিনি ওই সময় পটুয়াখালীর মহিপুরে ছিলেন। পরদিন সন্ধ্যায় মেয়েটির মা ভান্ডারিয়া থানায় শামীম মৃধাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানায় মামলা হওয়ার পর থেকে শামীম মৃধা গা ঢাকা দেন।

শামীমকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৩ জুন ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম পঞ্চায়েত, সাবেক প্রধান শিক্ষক সুবোধ কুমার, শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ এতে অংশ নেন। তাঁরা বলেন, শামীম মৃধা একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

গতকাল বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, শামীম মৃধার নামে ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া থানায় ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, চাঁদাবাজি ও মাদকদ্রব্য আইনে আটটি মামলা আছে।