আবর্জনার ঝুড়িতে ১৫ কেজি সোনা

উদ্ধার করা সোনা। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে
উদ্ধার করা সোনা। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা টেপে মোড়ানো সোনার বার ভর্তি ৯টি প্যাকেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৯টি প্যাকেটে ৪৮টি সোনার বার ছিল। শুল্ক অধিদপ্তর বলছে, এগুলোর ওজন সাড়ে ১৫ কেজির বেশি।

উদ্ধার করা সোনা। ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ বলছে, সোনার দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলামের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের শৌচাগারের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে ওই সোনা আছে। এরপর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সোনা উদ্ধার করেন। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।