মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব-২। বুধবার রাত সাড়ে ১২টার পর লোকমান হোসেনের মণিপুরী পাড়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়। তবে ঠিক কিসের জন্য লোকমান হোসেনকে আটক করা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাবের পক্ষ থেকে তা নিশ্চিত করে বলা হয়নি।
এ দিকে একটি সূত্রে জানা গেছে, লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র্যাব-২-এর একটি দল। বুধবার রাত ১১টার পর তাঁর বাসায় প্রবেশ করে র্যাব-২। র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ প্রথম আলোর কাছে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ওই সময় র্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর (লোকমান হোসেন) সঙ্গে কথা বলছি।’ তাঁকে গ্রেপ্তার বা আটক করা হবে কি না জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা তখন বলেছিলেন, ‘দেখা যাক...প্রক্রিয়া চলছে।’ প্রথম আলোকে তিনি আরও বলেছিলেন, ‘ওনার (লোকমান হোসেন) বাসায় এসেছি। কার্যক্রম চলছে।’
আরও পড়ুন:
রাতে মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালকের বাসায় র্যাবের অভিযান
মোহামেডান ক্লাবের ক্যাসিনোর খবর আগেই জানত মতিঝিল থানা
মোহামেডান–ভিক্টোরিয়াসহ চার ক্লাবে ক্যাসিনো আছে, জানত না পুলিশ
ক্যাসিনো চালাতে মোহামেডান ক্লাবকে দিনে চাঁদা দিতে হতো ৫ লাখ
‘মোহামেডানের ঐতিহ্য ধুলোয় মিশে গিয়েছে’
ক্যাসিনো: একসঙ্গে চার ক্লাবে অভিযান