বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যার পাঁচ বছর পূর্ণ হয়েছে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণের বাইরে ফুটপাতে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এই হত্যাকাণ্ডে আল-কায়েদাপন্থী জঙ্গিসংগঠন আনসার আল ইসলামের সম্পৃক্ততা খুঁজে পায়। চার বছর পর ১১ জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের বিচার চলছে। মোট ৩৪ জন সাক্ষীর ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর অজয় রায় আদালতে সাক্ষ্য দেন। এরপর ৯ ডিসেম্বর তিনি মারা যান।