হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ওই দুই কিশোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৭) বাড়ির পেছনে গোবর তুলতে যায়। এ সময় আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দুই দুই কিশোর তাকে কৌশলে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে মুখে গামছা বেঁধে তারা কিশোরীকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ওই কিশোরীকে খুঁজতে খুঁজতে তার মা গোয়ালঘরে গিয়ে মেয়েকে মাটিতে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ওই দুই কিশোর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার দিবাগত রাত তিনটার দিকে আজমিরীগঞ্জ থানার পুলিশ শিবপাশা গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে। গতকাল তাদের আদালতে হাজির করলে তারা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তালুকদার প্রথম আলোকে জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে গতকাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই দুই কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।