চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ খরচ কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে অনুরোধ জানিয়ে আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান নোটিশটি পাঠিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় এক স্মারকে গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ (২০২৩ সাল) ঘোষণা করে। নোটিশে ওই স্মারক সংশোধন বা পরিবর্তন করে ৪ লাখ টাকার মধ্যে হজ প্যাকেজ (২০২৩ সাল) ৭ দিনের মধ্যে পুনর্নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। এতে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে যেতে পারবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন।