গবেষণা

বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পর অ্যান্টিবডি অর্ধেকে নেমে আসে

করোনার টিকা
ছবি: রয়টার্স

করোনার বুস্টার ডোজ নেওয়ার এক মাস পর শরীরে যে অ্যান্টিবডি দেখা গিয়েছিল, ছয় মাস পর তা প্রায় অর্ধেকে নেমে আসতে দেখা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষকেরা বলেছেন, গবেষণায় অংশ নেওয়া যেসব ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং করোনার টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছিলেন, তাঁদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেশি দেখা গেছে।

গবেষণায় দেখা গেছে, করোনার টিকা নেওয়ার কারণে কোনো ব্যক্তির রক্তের হিমোগ্লোবিন, প্লাটিলেটসহ অন্যান্য উপাদানে বিশেষ কোনো পার্থক্য তৈরি হয় না।

অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক সালাউদ্দিন শাহ। তিনি বলেন, এটি চলমান গবেষণার অংশ। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর কী পরিমাণ অ্যান্টিবডি শরীরে তৈরি হয়েছিল, তা আগে পরিমাপ ও প্রকাশ করা হয়েছিল। বুস্টার ডোজের নমুনা সংগ্রহ করে এখনকার ফলাফল প্রকাশ করা হলো।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যাঁরা বয়স্ক, যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁদের আবার বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন আছে কি না, সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ গবেষণার ফলাফল বিশেষ গুরুত্ব রাখে।