দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩১৩ জনের। আগের দিন করোনা শনাক্ত হয় ৩৩৩ জনের। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭১। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৬৮।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।