দুই সপ্তাহে করোনা শনাক্তের হার বেড়েছে

করোনাভাইরাস
করোনাভাইরাস

দেশে দুই সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার বাড়ছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জনই শনাক্ত হয়েছেন ঢাকায়। এ সময় দেশে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগের দিনও দেশে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিনও কারও মৃত্যু হয়নি।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনার নানা ধরন ও উপধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন সময় বেড়েছে শনাক্তের সংখ্যা ও হার। সর্বশেষ চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) দেশে করোনাভাইরাসের অমিক্রন ধরনের উপধরন বিএফ.৭ শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, একজন চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। বিএফ.৭ উপধরনটি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সংক্রমণ ঘটিয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, দীর্ঘদিন ধরে শনাক্তের হার কমে আসার পর দুই সপ্তাহ ধরে তা আবার বাড়ছে। গত সপ্তাহে (১ থেকে ৮ জানুয়ারি) দেশে এর আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্ত প্রায় ৬ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে (২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) তার আগের সপ্তাহের তুলনায় শনাক্ত বেড়েছিল প্রায় ২৩ শতাংশ; যদিও ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির আগের দুই সপ্তাহে শনাক্ত কমেছিল যথাক্রমে ২১ ও ২৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৪।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৭১৪ জন।

দুই সপ্তাহ ধরে করোনা বাড়লেও একে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেন না জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, এখনো শনাক্তের হার ১–এর নিচে, ৫–এর ওপরে যায়নি। তাই শঙ্কার খুব কারণ দেখি না। কিন্তু নতুন উপধরন শনাক্ত হয়েছে। তাই সাবধান হতে হবে।