চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হননি। এর মধ্য দিয়ে ৫৪ দিন পর প্রথমবারের মতো শনাক্তহীন দিন পার করল চট্টগ্রাম। পাশাপাশি সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর করোনা শনাক্তহীন ছিল চট্টগ্রাম।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নগর ও উপজেলার কোথাও রোগী শনাক্ত হয়নি।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল দশমিক ২৪।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।