দেশে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ৩৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনই ঢাকা জেলার।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৫। ওই দিন করোনা শনাক্ত হয় ৩১ জনের।
২৪ ঘণ্টায় ঢাকা জেলার ৩০ জনসহ ঢাকা বিভাগে রোগী শনাক্তের সংখ্যা ৩২। বাকি দুজন আক্রান্ত হন চট্টগ্রাম বিভাগে। অপর ছয় বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে করোনাকালীন বিধিনিষেধ।