নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় বাসা ভাড়া প্রদান সাময়িকভাবে বন্ধ রেখেছেন। সংশ্লিষ্ট বোর্ডকে দ্রুত ভাড়া আদায় সাময়িক বন্ধ রাখার আদেশ জারি করার আহ্বান জানিয়েছেন মেয়র। এর আগে বাড়ির মালিকদের জন্য তিন মাসের মর্টগেজ প্রদানের সময় পিছিয়ে দেওয়া হয়।
মেয়র বলেন, বাড়ি ভাড়া আদায় সাময়িক বন্ধ রাখার আদেশ জারি করতে আহ্বান জানানো হয়েছে। যাতে ভাড়াটিয়ারা বাসা ভাড়ার টাকা জমা করে নিজেদের ও পরিবারের সুরক্ষা করতে পারেন। তিনি সিটি ও বিভিন্ন রাজ্যে সব ধরনের উচ্ছেদের স্থগিতাদেশ ৬০ দিন পর্যন্ত বৃদ্ধি করারও আহ্বান জানান।
২৪ এপ্রিল বিল ডি ব্লাজিও বলেন, এই মুহূর্তে যদি কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে জানা যায়, তাহলে নিউইয়র্ক সিটি সে ব্যপারে বাড়ি মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে এবং এই উচ্ছেদ বন্ধ করা হবে।
মেয়র আরও বলেন, বর্তমানে ভাড়া স্থগিতাদেশ কেবল এই সংকটের সমাপ্তি নয়। যেহেতু এখনো মানুষ কর্মক্ষেত্রে ফেরত যেতে পারেননি, তাই সংকটের সময় হিসাব করে এর সময় আরও ৬০ দিন পর্যন্ত বাড়ানো দরকার। যাতে বাড়ির মালিকেরা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত ভাড়াটেদের উচ্ছেদ করতে না পারেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে ভাড়াটিয়ারা তাঁদের ভাড়া স্থগিতের সুযোগ পাবেন এবং পরে তা পরিশোধ করার পরিকল্পনা তৈরি করা উচিৎ। যেন বাড়ির মালিকেরা জানেন, তাঁরা শেষ পর্যন্ত এ অর্থ ফেরত পাবেন।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ২৪ এপ্রিল সাংবাদিকদের বলেছেন, রাজ্য সম্ভাব্য ভাড়া আদায় স্থগিত ও মর্টগেজের সম্ভাব্য সময় তিন মাস বাড়িয়ে দেওয়ার কথা ভাবছেন ।
এদিকে স্ট্যাটেন আইল্যান্ডের সিনেটর ডায়ান সাভিনো একটি বিল উত্থাপন করেছেন। যেন করোনাভাইরাসের কারণে চাকরি বা মজুরি হারানো ভাড়াটিয়াদের ৯০ দিনের জন্য ভাড়া পরিশোধ মুলতবি করার অনুমতি চাওয়া হয়েছে।