দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্তের হার কিছুটা বেড়েছে

ফাইল ছবি
ফাইল ছবি

দেশে করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৯৪ জন, রোগী শনাক্তের হার ৩ কিছুটা ওপরে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ২৪ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৯।

আগের দিন করোনায় সারা দেশে ১৮ জনের মৃত্যু হয়। আর ৬১৭ জনের দেহে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় যে ১৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ৮ ও নারী ১০ জন। এ সময় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে সাতজন। এরপর চট্টগ্রাম বিভাগে পাঁচজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তর ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এরপর ক্রমেই করোনায় মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। আগস্টের দুই দিন দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। এরপর আগস্টে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। গত মাসের শেষের দিক থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।