চট্টগ্রামে শনাক্ত ১১৬৭, মৃত্যু ৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২। একই সময়ে চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চারজন মারা গেছেন।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২০৩। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৮৭ জন। উপজেলার ২৮০ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন শহরের। বাকি তিনজন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭। এদিন চট্টগ্রামে করোনায় মারা যান দুজন।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়। দেশেও এ ধরন শনাক্ত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়তে থাকায় এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্ত রোগীর হার বেড়েছিল।

দেশে টানা ৩ দিন ধরে ১৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ সংক্রমণের সময়েও এমনটা দেখা যায়নি। দেশে টানা পাঁচ দিন ধরে রোগী শনাক্ত ৩০ শতাংশের বেশি। গত বছরের ২১ থেকে ২৫ জুলাই টানা পাঁচ দিন একই রকম চিত্র দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ।