চট্টগ্রাম মেডিকেল

কর্তৃপক্ষের অগোচরে যাচ্ছে টিকা গ্রহণের এসএমএস, থানায় জিডি

গত কয়েক দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাগ্রহীতাদের যে ভিড় হয়েছে, তাতে দিনে তিন শতাধিক ভুয়া এসএমএস পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কোভিড–১৯ টিকাকেন্দ্রে সুরক্ষা ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে মুঠোফোনে অতিরিক্ত খুদে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে বলা হয়, প্রতিদিনই কে বা কারা সুরক্ষা সাইট হ্যাক করে টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভুয়া এসএমএস প্রদান করে আসছে। ফলে টিকার নির্দিষ্ট লক্ষ্যের অতিরিক্ত টিকাগ্রহীতা কেন্দ্রে এসে কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়।

চট্টগ্রাম মেডিকেলে কোভিড–১৯ ব্যবস্থাপনা ও টিকাদান কার্যক্রমের ফোকাল পারসন হাসপাতালের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে তিন শতাধিক ভুয়া এসএমএস পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়তি এসএমএসের কারণে টিকা কার্যক্রমে সমস্যা হচ্ছে।

এ ঘটনার পর চমেক কর্তৃপক্ষ সার্ভারে ঢোকার পাসওয়ার্ড বদলে দিয়েছে। জিডির অনুলিপি বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানিয়েছেন।