করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সরব। তিনি বারবার প্রকাশ্যে আসছেন। এই ভাইরাস নিয়ে গালভরা বুলি কপচে ঢাক পেটাচ্ছেন। কিন্তু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেখা নেই। জাতির এই সংকটকালে তিনি কোথায়? সিএনএন অনলাইনের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রে অতীতে জাতীয় সংকটকালে কোনো কোনো ফার্স্ট লেডিকে বেশ সরব ভূমিকায় দেখা গেছে। কিন্তু মেলানিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত তেমনটা দেখা যায়নি।
মেলানিয়াকে গত রোববার করোনা নিয়ে প্রথম কোনো টুইট করতে দেখা যায়। তিনি তাঁর টুইটার অনুসারীদের ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার চর্চা করতে উৎসাহিত করেন। একই সঙ্গে এই ভাইরাস থেকে সুরক্ষার নির্দেশনা অনুসরণে করতে বলেন।
মেলানিয়াকে ১০ মার্চের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। সেদিন তিনি ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন। কিন্তু সেখানে তিনি করোনা নিয়ে কোনো কথাই বলেননি। পরে তিনি হোয়াইট হাউসেও এক অনুষ্ঠানে অংশ নেন।
মেলানিয়ার স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের বক্তব্য জানতে অনুরোধ জানিয়েছিল সিএনএন। কিন্তু এই অনুরোধে হোয়াইট হাউস কোনো সাড়া দেয়নি।
এ ছাড়া করোনা নিয়ে জাতির উদ্দেশে মেলানিয়ার কিছু বলার কোনো পরিকল্পনা আছে কি না, সে সম্পর্কেও জানতে চেয়েছিল সিএনএন। এ ক্ষেত্রেও কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস।